০১। ইউপিভিসি পাইপ দ্বারা ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ:
০২। ইউপিভিসি পাইপ দ্বারা সম্প্রসারিত ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ ও আনুষাঙ্গিক কাজ:
০৩। ১, ২ ও ৫ কিউসেক এলএলপি সেচস্কিমে পাম্প হাউজ নির্মাণ কাজ:
পাম্প হাউজ নির্মাণ -৫২ টি
০৪। ২-কিউসেক গভীর নলকূপ সেচস্কিমের পাম্প হাউজ মেরামত কাজ:
পাম্প হাউজ মেরামত -৬ টি
০৫। হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ কাজ:
০৬। খাস মজা খাল পূনঃখনন কাজ:
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ২০১৯-২০২৩ সালে মোট ২৮.৮০ কি.মি. খাস মজা খাল পূনঃখনন করা হয় যার মাধ্যমে প্রায় ৮০০
হেক্টর কৃষিজমির জলাবদ্ধতা দূরীকরণ করে চাষযোগ্য করে তোলা হয় এবং ১৫০০ জন কৃষক সরাসরি উপকৃত হন।
০৭। কৃষক প্রশিক্ষণ:
কৃষি জমির যথাযথ ব্যবহার ও কৃষি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন কৃষককে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় যার ফলে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা প্রত্যন্ত অঞ্চলে সকল কৃষকের মাঝে প্রশিক্ষণের তাৎপর্য তুলে ধরতে পারে এবং নিজেদের সাথে তাদেরকেও আধুনিক পদ্ধতিতে কৃষি কাজে উৎসাহী ও উদ্যোগী করে তুলতে পারে।
08। ব্যাক্তিগত অগভীর নলকূপ ও এলএলপি স্কিমে সেচ লাইসেন্স প্রদান: